Download Free BIGtheme.net
Home / জাতীয় / দেশে আইএসের কোনো তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে আইএসের কোনো তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

photo_2810

অনলাইন ডেস্ক : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কোনো সাংগঠনিক তৎপরতা বাংলাদেশে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ রোববার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আইএসের নামে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, তা ষড়যন্ত্র এবং অপপ্রচার। আইএসের নামে অন্যদেশ থেকে বাংলাদেশিদের নিয়ে ভিডিও আপলোড হচ্ছে।

হলি আর্টিজেনের হামলা সম্পর্কিত তথ্য এবং প্রধানমন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের ‍হুমকি দিয়ে সম্প্রতি একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ভিডিওবার্তা দানকারীরা নিজেদের আইএস দাবি করেছেন।

এ ভিডিও সম্পর্কিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আমরা স্পষ্ট করে জানাতে চাই, আইএসের কোনো ভিত্তি, সাংগঠনিক কাঠামো কিংবা কোনো নেতা বাংলাদেশে নেই। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদেশ থেকে ভুল তথ্য ও ভিডিও আপলোড করা হচ্ছে।

তিনি বলেন, এদেশের মানুষ আইএস কিংবা এ ধরনের জঙ্গিবাদকে পছন্দ করে না। জঙ্গিবাদ ইসলামকে নষ্ট করছে, ইসলামের উপর কালিমা লেপন করছে। জঙ্গিবাদকে রুখতে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছে সাধারণ মানুষ। তিনি আরও বলেন, আমাদের দেশের মানুষ আফগানিস্তান বা পাকিস্তানের মতো জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দেয় না। আমাদের নিরাপত্তা বাহিনী তাদের দক্ষতা দিয়ে জঙ্গিদের নিয়ন্ত্রণ করছে।

এর আগে, পাসপোর্ট অধিদফতরের আঞ্চলিক কার্যালয়ের নবনির্মিত আধুনিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে পাসপোর্ট অধিদফতর। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে শিগগিরই দেশে ই-পাসপোর্ট চালু করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান।

Comments

comments