হাসেম আলী, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে তৃণমুল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান টেনিস খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে স্টেশন ক্লাব মাঠে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ও স্টেশন ক্লাবের সহযোগিতায় ৫দিন ব্যাপি এ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মনিরুল হুদা হেলাল।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের চীফ কোচ মোজাহিদুল হক মন্টি, টেনিস কোচ রিফাত সিং, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মাসুদ রানা, শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী।
উল্লেখ্য, ৫দিন ব্যাপি টেনিস প্রশিক্ষন কর্মসূচিতে জেলার ৪০ জন খেলোয়াড় অংশ নেয়। এরমধ্যে মেয়ে ২০জন ও ছেলে ২০জন।
Comments
comments