Download Free BIGtheme.net
Home / জাতীয় / ব্রিটিশ কাউন্সিল খুলছে আজ

ব্রিটিশ কাউন্সিল খুলছে আজ

bdonline24_1484

অনলাইন ডেস্কঃ দুই মাস বন্ধ থাকার পর বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কার্যালয় খুলছে আজ সোমবার। নিরাপত্তাজনিত কারণে গত ২৭ জুলাই ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে তাদের সব কার্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল। এতে বিপাকে পড়েন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় শিক্ষা কার্যক্রম চালানো ইংরেজি মাধ্যমের হাজার হাজার শিক্ষার্থী।

অবশেষে ব্রিটিশ কাউন্সিল খোলার ঘোষণায় স্বস্তি ফিরে পেলেন তারা।

গতকাল রোববার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস খোলা থাকবে এবং সব কার্যক্রম ও পরিসেবা আবারো চালু হবে। বিবিধ সংস্কার কাজের জন্য সাময়িক বন্ধের পর চট্টগ্রাম, সিলেট ও ঢাকার কার্যালয়ে সবাইকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত ব্রিটিশ কাউন্সিল।

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা এবং কল্যাণপুরে জঙ্গি আস্তানায় রক্তক্ষয়ী অভিযানের প্রেক্ষাপটে গত ২৭ জুলাই ব্রিটিশ কাউন্সিলের কার্যালয় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

Comments

comments