Download Free BIGtheme.net
Home / দুর্ঘটনা / জেনারেটরের শর্টসার্কিট থেকে বন ভবনে আগুন

জেনারেটরের শর্টসার্কিট থেকে বন ভবনে আগুন

bdonline24_1492

অনলাইন ডেস্কঃ জেনারেটরের শর্টসার্কিট থেকে রাজধানীর মহাখালীর পুরাতন বন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা নিয়াজ আহমেদ। তিনি জানান, ওই ভবনের পঞ্চম তলায় আজ সোমবার জেনারেটরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ক্ষয়ক্ষতি হয়েছে কি না জানতে চাইলে সিনিয়র স্টেশন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোনো আহতের খবর পাওয়া যায়নি। তবে জেনারেটরের পাশেই বেশ কিছু পরিত্যক্ত কাগজপত্র পুড়ে গেছে। আজ সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আধঘণ্টা চেষ্টার পর বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা শাহজাদী সুলতানা।

Comments

comments