Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / টাম্পাকো মালিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

টাম্পাকো মালিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

bdonline24_1493

অনলাইন ডেস্কঃ গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটি ও  এর মালিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী তিন মাসের জন্য এই আদেশ দেয়া হয়েছে।

একই সঙ্গে নিহত-আহত শ্রমিকদের কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

এক রিট আবেদনের ওপর শুনানি শেষে সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ১০ সেপ্টেম্বর বিস্ফোরণের পর টাম্পাকো ফয়লস কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কারখান চারতলা ভনটি ধসে পড়ে। ভবনের নিচে চাপা পড়ে এবং আগুনে পুড়ে মারা যায় ৩৫ জন শ্রমিক। আহত হয় আরো ৩৯ জন।

এ ধরনের দূর্ঘটনা রোধে সরকারি সংস্থাগুলোর অবহেলা ও ব্যর্থতার বিষয়টি উল্লেখ করে হাইকোর্টে রিট দায়ের করে বেসরকারি সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাষ্ট), আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

আবেদনে আরও কয়েকটি বিষয়ে নির্দেশনা চাওয়া হয়। আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে আজ আদেশ দেন আদালত।

Comments

comments