Download Free BIGtheme.net
Home / খেলা / ৫০০ তম টেস্টে ভারতের অবিস্মরণীয় জয়

৫০০ তম টেস্টে ভারতের অবিস্মরণীয় জয়

bdonline24_1494

স্পোর্টস ডেস্কঃ ভারতের ৪৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনে ৯৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড।

আগের দিনই ঐতিহাসিক টেস্টে জয়ের সুবাস পাচ্ছিল বিরাট কোহলিরা। টেস্টের চতুর্থ দিনে ভারতীয় বোলারদের সামনে কিউইরা যেভাবে সংগ্রাম করছিল তাতে মনে হচ্ছিল, ৫০০তম টেস্ট স্মরণীয় করে রাখা টিম ইন্ডিয়ার কেবল সময়ের ব্যাপার। হলোও তাই।

কিউইদের জয়ের জন্য তাই পঞ্চম দিনে করতে হতো আরও ৩৪১ রান। অন্যদিকে, টিম ইন্ডিয়ার দরকার ছিল মাত্র ৬ উইকেট। যেটা কিউইদের আকাশ-কুসুম কল্পনা হলেও ভারতের জন্য ছিল কেবল সময়ের ব্যাপার।

পঞ্চম দিনে নিউজিল্যান্ডকে ২৩৪ রানে আটকে দিয়ে নিউজিল্যান্ডকে ১৯৭ পরাজিত করলো কোহলিরা।

প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে কিউই ব্যাটসম্যানদের আরো কোণঠাসা করে রাখেন রবিচন্দ্রন অশ্বিন। একাই তুলে নেন ছয়টি উইকেট। আর প্রথম ইনিংসের সর্বোচ্চ উইকেটশিকারি (৫) রবিন্দ্র জাদেজাকে একটি উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। মোহাম্মদ শামি নেন দু’টি। রান আউটের ফাঁদে পড়েন রস টেইলর (১৭)।

Comments

comments