Download Free BIGtheme.net
Home / জেলার খবর / বিরামপুরে” জ্বালানী নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার গুরুত্ব” বিষয়ক বক্তিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিরামপুরে” জ্বালানী নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার গুরুত্ব” বিষয়ক বক্তিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

photo_2822

জাহিনুর ইসলাম , বিরামপুর (দিনাজপুর): জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৬ উপলক্ষে বিরামপুর উপজেলা পরিষদ ও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সোমবার ( ২৬ সেপ্টেম্বর )বেলা ১১ টায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে “জ্বালানী নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার গুরুত্ব¡” বিষয়ক উপজেলা ভিত্তিক বক্তিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আহসান রেজার সঞ্চালনায় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, বিরামপুর কলেজের উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, ক্রীড়া শিক্ষক রবিউল ইসলাম, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম (অর্থ) আজিজ, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা লিটন শীল, শাহাজাহান কবির, সহকারী প্লান্ট হিসাবরক্ষণ কর্মকর্তা আঃ মান্নান প্রমূখ।

প্রতিযোগিতায় তিন শিক্ষার্থী ১ম সুমাইয়া আক্তার সিনথি, ২য় নুসরাত জাহান স্মৃতি, ৩য় আক্তারুজ্জামান ইমনকে বাছাই করা হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনিররুজ্জামান আল মাসউদ সেরাদের হাতে পুরস্কার তুলে দেন।

আয়োজক সূত্রে জানা যায়, উপজেলা ভিত্তিক সেরাদের পর্যায়ক্রমে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিষয়ভিত্তিক বক্তিতা প্রতিযোগিতায় অংশগ্রহন করতে হবে।

Comments

comments