হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসন সভা কক্ষে এই মতবিনিময় সভা হয়।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আবু তোরাব মানিকের নেতৃত্বে বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও মানবাধিকার সদস্যরাও এসময় মতবিনিময় সভায় যোগ দেন।
মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিকেরা ঠাকুরগাঁওয়ের মূল সমস্যাবলীর কথা ও বিভিন্ন বিষয়ে নবাগত জেলা প্রশাসককে অবগত করেন।
এসময় নবাগত জেলা প্রশাসক জনাব আব্দুল আওয়াল সকল বিষয় আমলে নিয়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরন করার আহব্বান জানান এবং ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় করেন।
উল্লেখ্য যে, গত (২৪ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের ২৭ তম জেলা প্রশাসক হিসেবে জনাব আব্দুল আওয়াল যোগদান করেন।
Comments
comments