অনলাইন ডেস্কঃ ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত হতে যাচ্ছে। বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও ভুটান ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আগামী ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠেয় ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে যাচ্ছে।
ভারত মঙ্গলবার বিবৃতি দিয়ে সার্ক সম্মেলন বর্জনের ঘোষণা দেয়ার পর পাকিস্তান তাৎক্ষণিকভাবে এক প্রতিক্রিয়ায় ভারতের এ সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে।
জানা গেছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা ব্রিগেডে হামলার ঘটনায় নয়াদিল্লি ও ইসলামাবাদের টানাপোড়েনের জেরে পাকিস্তানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের শীর্ষ সম্মেলনে যাচ্ছে না ভারত।একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশও সার্ক শীর্ষ সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সার্কের বর্তমান সভাপতি দেশ নেপালকে মঙ্গলবার বাংলাদেশের এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচার ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের অব্যাহত হস্তক্ষেপ এবং তা নিয়ে কূটনীতিক টানাপোড়েনের মধ্যে ঢাকা এ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। সদস্য রাষ্ট্র আফগানিস্তান ও ভুটানও সম্মেলনে যোগ দিচ্ছে না।
সার্ক সনদ অনুযায়ী দক্ষিণ এশিয়ার আট-জাতির আঞ্চলিক জোটের কোনো সদস্য দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান না গেলে শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে যায়। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে আজকের মধ্যে এই সম্মেলন স্থগিত করবে বলে ধারণা করা হচ্ছে।
Comments
comments