স্পোর্টস ডেস্কঃ ব্যাটিং বিপর্যয়ের পরে মোসাদ্দেক হোসেনের ব্যাটে ভর করে আফগানিস্তানকে ২০৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
১৩৮ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পরে মোসাদ্দেকের ৪৫ রানে ভর করেই আফগানিস্তানকে ২০০ পেরুনো রানের লক্ষ্য দিতে পেরেছে টাইগাররা।
সাত নম্বরে মোসাদ্দেক যখন নামলেন তখন তার ওপর এমনিতে ওয়ানডে অভিষেকের চাপ। তার ওপর ৫ উইকেট নেই। চোখের পলকে নেই সাব্বির রহমান ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চাপের ওপর চাপ। তখনো ১৬ ওভার বাকি।
কিন্তু এই অসম্ভব কঠিন পরিস্থিতিতেও ঠাণ্ডা মাথায় লড়ে গেলেন মোসাদ্দেক। তার সেই লড়াইয়ের ফলেই শেষ পর্যন্ত ২০৮ রান করেছে। ৪ বল বাকি থাকতে অল আউট। ৪৫ বলে ইনিংস সর্বোচ্চ ৪৫ রানে অপরাজিত মোসাদ্দেক।
শেষের আগের ওভারে এক ছক্কা, দুই বাউন্ডারি। শেষ ওভারের দ্বিতীয় বলে ভুল বোঝাবুঝিতে রান আউট। কিন্তু ততক্ষণে দুইশো পেরিয়ে লড়ার আশা করার মতো একটি সংগ্রহ পেয়েছে টাইগাররা।
Comments
comments