Download Free BIGtheme.net
Home / জেলার খবর / ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

photo_2847

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি: পরীক্ষার মান বন্টন পরিবর্তন সহ ৬ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টা থেকে প্রায় ১টা পর্যন্ত চৌরাস্তায় ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী শহরের যানচলাচল বন্ধ করে দেয় । ফলে চরম দূর্ভোগে পড়ে সাধারণ মানুষ।

পরবর্তীতে জেলা প্রশাসক আব্দুল আওয়াল এসে  শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে অবরোধ তুলে নেওয়ার আহব্বান জানান । পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

এসময় বিক্ষোভ কারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,  ৬ টি সৃজনশীল প্রশ্নের উত্তর ২ ঘন্টা ১০ মিনিটে দেওয়া  কঠিন হয়ে পরে।  সেখানে ২ ঘন্টা ৩০ মিনিটে ৭ টি সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে দিবে আমরা । তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে সৃজনশীল ৭ টির পরিবর্তে ৬ টি করার দাবি জানানো হয়।

উল্লেখ্য যে,  ৬দফা দাবি বাস্তবায়নের জন্য  জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করে শিক্ষার্থীরা।

Comments

comments