Download Free BIGtheme.net
Home / খেলা / শুরুতেই জোড়া আঘাত হানলেন সাকিব

শুরুতেই জোড়া আঘাত হানলেন সাকিব

photo_2849

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের স্কোরটা বড় হয়নি। ইনিংস গুটিয়ে গেছে মাত্র ২০৮ রানে। জয়ের জন্য বাংলাদেশের সমর্থকরা এখন তাকিয়ে আছেন বোলারদের দিকে।

ব্যাট হাতে ভালো নৈপুণ্য দেখাতে না পারলেও বল হাতে বাংলাদেশের শুরুটা অবশ্য হয়েছে দারুণভাবে। চতুর্থ ওভারে সাকিব আল হাসান তুলে নিয়েছেন দুটি উইকেট। ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চার ওভার শেষে আফগানিস্তানের স্কোর : ১৪/২।

তিন ওভারে ছয় রান জমা করে শুরুটা সতর্কভাবেই করেছিলেন দুই আফগান ওপেনার আহমেদ শেহজাদ ও নওরোজ মঙ্গল। সাকিবের করা চতুর্থ ওভারের প্রথম দুই বলে চার মেরে বিপজ্জনক হয়ে ওঠার ইঙ্গিত দিয়েছিলেন মঙ্গল।

কিন্তু শেষ চার বলে দুই উইকেট নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন সাকিব। ১০ রান করে ফিরে গেছেন মঙ্গল। তিন নম্বরে ব্যাট করতে নামা রহমত শাহ আউট হয়েছেন রানের খাতা না খুলেই।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। ৪৯.২ ওভারেই গুটিয়ে গেছে ২০৮ রানে। অভিষেক ম্যাচেই ৪৫ বলে ৪৫ রানের দারুণ ইনিংস খেলে বাংলাদেশের স্কোরটা সম্মানজনক অবস্থানে নিয়ে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ৩৮ রান। ২৫ রান করেছেন মাহমুদউল্লাহ।

Comments

comments