স্পোর্টস ডেস্ক: একটুর জন্য হলো না টাইগারদের জয়। বাংলাদেশের দেওয়া ২০৯ রানের টার্গেট জয় করে সিরিজে টিকে থাকল আফগানিস্তান। মিরপুরে বুধবার দ্বিতীয় ওয়ানডেটা তারা জিতেছে ২ উইকেটে। ২ বল বাকি থাকতে। সিরিজে ১-১ এ সমতা আনল তারা। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় তো হলোই না। শততম ওয়ানডে জয়ের জন্য বাংলাদেশকে আরো অপেক্ষায় থাকতে হলো।
৪৮তম ওভারের শেষ বল এই ম্যাচের সবচেয়ে আলোচিত চরিত্র মোসাদ্দেক হোসেনের। মুশফিকুর রহিম নিশ্চিত স্ট্যাম্পিংয়ের সুযোগ হারালেন বল ধরত না পেরে। নাজিবুল্লা জারদান বাঁচলেন। ১৩ রান দরকার আফগানদের তখন। বল বাকি আর ১৮টি। উইকেট ৩টি। পরের ওভারে তাইজুল দিলেন ২। আগের ৯ ওভারে মাত্র ২১ রান দেওয়া মোসাদ্দেক এবার দিলেন ৯।
শেষ ওভারে ২ হলেই জেতে আফগানিস্তান। তাসকিন আহমেদ দুই ডটের পর ওয়াইড দিলেন! স্কোর সমান! পরের বলে তাসকিনের বলে নাজিবুল্লার (২২) ক্যাচ নিলেন মোসাদ্দেক।
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সব ফিল্ডারক সার্কেলের মধ্যে নিয়ে এলেন। কিন্তু তাদের মাথার ওপর দিয়ে চার মেরে দিলেন দৌলত জাদরান। ২০১৫ এর মার্চের পর আবার বাংলাদেশকে হারালো আফগানিস্তান। চার ম্যাচের মুখোমুখিতে এখন ২-২ এ সমতা।
Comments
comments