আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে ফ্রান্স। বিবিসি বলছে, বিমানবাহী রণতরী চার্লস দ্য গল থেকে এই শুরু করেছে দেশটি।
রণতরীতে অবস্থানরত একজন কর্মকর্তার বরাতে জানা গেছে, ইরাকে আইএসের শক্তঘাঁটি মসুল শহরটি উদ্ধারে পরিচালিত অভিযানে অংশ নেবে এই যুদ্ধবিমানগুলো। চার্লস দ্য গল ফ্রান্সের একমাত্র বিমানবাহী রণতরী। সেপ্টেম্বরের শুরুর দিকে এটিকে ওই অঞ্চলে পাঠানো হয়।
ফরাসি রেডিও স্টেশন আরটিএল এক প্রতিবেদনে জানিয়েছে, আজকের অভিযানে ২৪টি যুদ্ধবিমান অংশ নেবে। গড়ে প্রতি তিন মিনিট পরপর একটি করে বিমান লক্ষস্থলে হামলার জন্য উড়ে যাবে। প্রতি বিমানে ২৫০ কেজি ওজনের লেজার-নিয়ন্ত্রিত বোমা রয়েছে।
Comments
comments