Download Free BIGtheme.net
Home / জাতীয় / রাজধানীতে দ্বিতীয় দিনের মতো স্মার্ট কার্ড বিতরণ চলছে

রাজধানীতে দ্বিতীয় দিনের মতো স্মার্ট কার্ড বিতরণ চলছে

bdonline24_1616

অনলাইন ডেস্কঃ রাজধানীতে দ্বিতীয় দিনের মতো উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে এই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিদ্ধেশ্বরী গার্লস কলেজে বিতরণ কার্যক্রম চলছে। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

ঢাকা উত্তর সিটিতে ১০ নম্বর সেক্টর ও রানাভোলার ভোটারদের এবং দক্ষিণে স্কাটন গার্ডেন রোড এলাকার ভোটারদের স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে।

তবে প্রথমদিন যেসব এলাকা ভোটারদের কার্ড দেওয়ার কথা ছিল তাদের কেউ না পেলে আজকেও স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের টেকনিক্যাল এক্সপার্ট এসএম রকিবুজ্জামান নিয়ন

তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটিতে ৩০ জন অপারেটর এবং উত্তর সিটিতে ২০ জন অপারেটর কাজ করছেন।

Comments

comments