Download Free BIGtheme.net
Home / জাতীয় / চীন থেকে রেলওয়ের ২০০ কোচ কেনা হচ্ছে

চীন থেকে রেলওয়ের ২০০ কোচ কেনা হচ্ছে

bdonline24_1625

অনলাইন ডেস্কঃ  বাংলাদেশ রেলওয়ের জন্য চীন থেকে আরও ২০০ কোচ কেনা হচ্ছে ।

মঙ্গলবার ( অক্টোবর ০৪) অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক পরিষদ (একনেক) এর সভায় অনুমোদিত হয় এই কোচ কেনার বিষয়টি।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোচগুলো কিনতে ৯২৭ কোটি ৯১ লাখ টাকা ব্যয় হবে বলে জানা গেছে বৈঠক সূত্রে।

আগামী ২০২০ সালের মধ্যে কোচগুলো সংযুক্ত হবে রেলওয়ের বহরে। বাংলাদেশ রেলওয়ের সব মিটারগেজ ও ডুয়েলগেজ সেকশনে এই যাত্রীবাহী কোচগুলোকে ব্যবহার করা হবে।

২০০টি কোচের মধ্যে থাকবে ২৮টি এমজি স্টেইনলেস স্টিল এয়ার কন্ডিশন স্লিপার কোচ, ৩৬টি এমজি স্টেইনলেস স্টিল এয়ার কন্ডিশন চেয়ার কার এবং ৯৬টি শোভন ক্যারেজ।

এছাড়া ২৬টি গার্ড ব্রেকসহ ১৫টি পাওয়ার কার সংগ্রহ করারও উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।

Comments

comments