Download Free BIGtheme.net
Home / খেলা / মাঠে ঢুকে পড়া ছেলেটি স্রেফ ‘পাগল ভক্ত’: পুলিশ

মাঠে ঢুকে পড়া ছেলেটি স্রেফ ‘পাগল ভক্ত’: পুলিশ

bdonline24_1576

স্পোর্টস ডেস্কঃ শনিবার রাতে ঢাকার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যেকার ম্যাচ চলাকালে মাঠে ঢুকে মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরা ছেলেটিকে রাতভর জিজ্ঞাসাবাদের পর তাকে স্রেফ একজন ‘পাগল ভক্ত’ ছাড়া আর কিছুই মনে করছে না পুলিশ।মেহেদি হাসান নামে সাভারের এই তরুণটি এখনো মিরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, জিজ্ঞাসাবাদে যদিও তার ব্যাপারে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি, কিন্তু পুরোপুরি নিশ্চিত হবার জন্য তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।
আটককৃত মি. হাসান ধানমন্ডির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

সে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সবচাইতে ব্যয়বহুল গ্যালারিগুলোর একটিতে বসে ছিল।
গ্র্যান্ড স্ট্যান্ড নামের এই গ্যালারিটি খেলোয়াড়দের সাজঘরের উপরেই অবস্থিত।একমাত্র এই গ্যালারির সামনেই কোন গ্রিল বা লোহার জাল দেয়া নেই।বাকী পুরো স্টেডিয়ামের গ্যালারির সম্মুখভাগেই এমনভাবে লোহার গ্রিল দেয়া যে কোন দর্শকের পক্ষে মাঠের ভেতরে ঢুকে পড়া সম্ভব না।কিন্তু গ্র্যান্ড স্ট্যান্ডের ক্ষেত্রে সেকথা প্রযোজ্য না।

ঘটনার আকস্মিকতায় প্রথমে বিমূঢ় হয়ে পড়লেও প্রায় সাথে সাথে সামলে নিয়ে মাশরাফিও তাকে জড়িয়ে ধরেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তোপ থেকে তাকে রক্ষা করার চেষ্টা করেন।

গত রাতে নটা বাজার কিছু আগে এই গ্র্যান্ড স্ট্যান্ড দিয়ে মেহেদী হাসান মাঠের ভেতরে ঢুকে পড়ে।
সে ছুটে গিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরে।

ঘটনার আকস্মিকতায় প্রথমে বিমূঢ় হয়ে পড়লেও প্রায় সাথে সাথে সামলে নিয়ে মাশরাফিও তাকে জড়িয়ে ধরেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তোপ থেকে তাকে রক্ষা করার চেষ্টা করেন।
এসময় কিছুক্ষণের জন্য খেলা বন্ধ হয়ে যায়।

এমন সময় এই ঘটনাটি ঘটল, যখন বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশে আসা নিয়ে একটি সংশয় তৈরি হয়েছিল।যদিও সেই সংশয় কেটে গেছে এবং ইংল্যান্ড ক্রিকেট দল ঢাকাতেও পৌঁছেছে।আগামী শুক্রবার থেকেই ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক এই সিরিজটি শুরু হবে।

এদিকে এরকম পরিস্থিতিতে খেলা চলাকালে মাঠের ভেতরে এক ‘পাগল ভক্ত’ ঢুকে পড়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বিস্তর বিতর্ক তৈরি হয়েছে।

এই ঘটনাটিকে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যেভাবে সামাল দিয়েছে তার প্রশংসা সবাই করছেন, কিন্তু মেহেদি হাসান নামের এই ভক্তের বিবেচনা বোধের অভাবের নিন্দা করছেন অনেকে।
তবে অনেকেই এর জন্য বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন।

খবর বিবিসি

Comments

comments