Download Free BIGtheme.net
Home / বিনোদন / আমেরিকা যাচ্ছে চঞ্চলের ‘আয়নাবাজি’

আমেরিকা যাচ্ছে চঞ্চলের ‘আয়নাবাজি’

bdonline24_1610

বিনোদন ডেস্ক: গত ৩০ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের ২১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ছবি ‘আয়নাবাজি’। ছবিটি মুক্তির পর দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই হলে ‘আয়নাবাজি’র টিকিট না পেয়ে হতাশও হচ্ছেন। এবার ছবিটি প্রদর্শিত হবে যুক্তরাষ্ট্রে।

‘আয়নাবাজি’ এবার আমেরিকায় অনুষ্ঠিতব্য একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। বাংলাদেশে মুক্তির তিন দিন পেরিয়ে গেলেও রাজধানীর স্টার সিনেপ্লেক্স, বলাকাসহ ঢাকার বাইরেও বেশ কয়েকটি হলে ছবিটি হাউসফুল যাচ্ছে। এবার দেশ জয় করে দেশের বাইরে পা রাখছে অমিতাভ রেজার প্রথম ছবি।

জানা গেছে, আগামী ১৪ অক্টোবর সন্ধ্যায় আমেরিকার সিয়াটলে শুরু হচ্ছে ‘সিয়াটল দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব’। উদ্বোধনের দিনই সিয়াটল আর্ট মিউজিয়ামে প্রদর্শিত হবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত ‘আয়নাবাজি’।

বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপের বাছাই করা ছবি উৎসবে দেখানো হবে।

উৎসবে যোগ দিতে ১৪ অক্টোবরের আগেই চঞ্চল চৌধুরী, পরিচালক অমিতাভ রেজা ও প্রযোজক গাউসুল আজম শাওন আমেরিকার উদ্দেশে উড়াল দেবেন। আন্তর্জাতিক একটি ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশের একটি ছবির অংশগ্রহণ নিঃসন্দেহে গৌরবের বিষয়।

Comments

comments