শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি: জেলার হাতীবান্ধা উপজেলায় পাটিকাপাড়া ইউনিয়নের উত্তর পারুলিয়া বালাঘাট এলাকার একাদশ শ্রেণীর ছাত্রী আরজিনা খাতুন (১৭) এর বাল্য বিয়ে সময় কনের বাবা মা সহ ৫ জন কে আটক করেছে থানা পুলিশ ।
সোমবার(০৩ অক্টোবর) দুপুরে দন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরন করেন। রোববার (০২ অক্টোবর)মধ্যরাতে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের উত্তর পারুলিয়া গ্রামে বিয়ের আসর থেকে তাদের আটক করা হয় ।
রাতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা আজিজুর রহমান ভ্রাম্যমান আদালতের মধ্যে ৪ জনের ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ ও কনের মা মনোয়ারা বেগম কে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন-কনের বাবা আলাল বকস্ (৪৭), মা মনোয়ারা বেগম (৩৮), চাচা রাজু মিয়া(২৪), চাচাতো ভাই জিল্লুর রহমান (২৮), মামাতো ভাই গোলাম কিবরিয়া বাবু(১৮)পুলিশ সুত্রে জানান গিয়েছে, হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের উত্তর পারুলিয়া বালাঘাট গ্রামের আলাল বকস্ মেয়ে হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীর বিয়ে আয়োজন চলছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে থানা পুলিশ কে নিয়ে হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা আজিজুর রহমান ৫ জন কে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক বাল্য বিয়ে নিরোধ আইনে সাজা প্রদান করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম সত্যতা নিশ্চিত করে বলেন সোমবার দুপুরে দন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরন করেন।
Comments
comments