Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / মেডিক্যালের শিক্ষার মান নিয়ে কম্প্রোমাইজ নয় : নাসিম

মেডিক্যালের শিক্ষার মান নিয়ে কম্প্রোমাইজ নয় : নাসিম

screenshot_55

অনলাইন ডেস্কঃ  মেডিক্যালের শিক্ষার মানের বিষয়ে কম্প্রোমাইজ করিনি, করবোও না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার সকালে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের কাছে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। তাই অতীতেও হলের ভেতরে যাইনি। এবারও যাব না। কারণ আমার সঙ্গে অনেকেই ভেতরে যাবেন। এতে শিক্ষার্থীদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটবে।’

মন্ত্রী বলেন, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চারটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যারা মেধায় এগিযে থাকবে, তারা নিশ্চয় ভালো ভালো মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন। উল্লেখ্য, প্রযুক্তি ব্যবহার করে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে মেডিক্যাল কলেজগুলোর ভর্তি পরীক্ষা। শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় বেলা ১১টায়।

এবার মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯০ হাজার ৩৩৯ জন। গত বছর এ সংখ্যা ছিল ৮৪ হাজার ৪০০ জন। দেশে ৩০টি সরকারি, বেসরকারি ৬৪টি, আর্মস ফোর্সেস মেডিক্যাল কলেজের সংখ্যা ৬টি। এসব মেডিক্যাল কলেজের আসন সংখ্যা ৯৬৭৯টি।

Comments

comments

[X]