Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / খালেদা জিয়ার সঙ্গে চীনা প্রেসিডেন্টের বৈঠক

খালেদা জিয়ার সঙ্গে চীনা প্রেসিডেন্টের বৈঠক

photo_3078

অনলাইন ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যকার বৈঠক শেষ হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে দুই নেতার বৈঠক শুরু হয়। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এ বৈঠক হয়।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দুই নেতার বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা নাগাদ চীনের প্রেসিডেন্টের বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে শি জিনপিংকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বিকাল ৩টার কিছু পরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষ হয় ৪টার কিছু পর। এরপর দুই নেতার উপস্থিতিতে ২৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। পরে দুই নেতা যৌথ বিবৃতি দেন।

শি জিনপিং সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যোগ দেবেন।

Comments

comments