জেলা প্রতিনিধি : প্রথমবারের মতো ভোট দিচ্ছেন বিলুপ্ত ছিটমহলের মানুষ। লালমনিরহাট, কুড়িগ্রাম ও পঞ্চগড়ের ২২টি ইউনিয়ন পরিষদে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে।
দীর্ঘ ৬৮ বছরের অবরুদ্ধ জীবনের অবসানের পর এবার প্রথমবারের মতো লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলের অন্তর্ভুক্ত ৩ উপজেলার ৮টি ইউনিয়নের বাসিন্দারা ভোট দিচ্ছেন।
আজ সোমবার সকাল ৮টায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
গত বছর ১ আগস্ট ছিটমহল বিনিময় কার্যকর হওয়ার পর ছিটমহলবাসীরা বাংলাদেশের নাগরিকত্ব পান।
দাশিয়ারছড়ার কালিরহাট বাজার সংলগ্ন সদ্য প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেসা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসা হাফিজা খাতুন (৪৫) বলেন, ‘জীবনে প্রথম ভোট দিলাম। বাংলাদেশের পাশাপাশি থেকেওেআগে কখনও ভোট দিতে পারি নাই। আজ বাংলাদেশি হয়ে ভোট দিতে পেরে খুব আনন্দ হচ্ছে।’
একই কেন্দ্রে ভোট দিতে এসেছেন ৮৭ বছরের বৃদ্ধ মোহাম্মদ আলী। বয়সের ভারে নুয়ে পড়া এই প্রবীণ প্রথমবারের মত নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন। তিনি বলেন, ‘জীবনের শেষ সময়ে এসে বাংলাদেশের নাগরিক হইছি। আইজ ভোট দিয়া মনের মধ্যে খুব তৃপ্তি পাইতেছি।’
জেলা নির্বাচন অফিসের সংশোধিত তথ্য অনুযায়ী ফুলবাড়ী উপজেলার দাশিয়ারছড়া এবং ভূরুঙ্গামারী উপজেলাধীন বিলুপ্ত ১০টি ছিটমহলের তিন হাজার ৪৫১ জন ভোটার আজ প্রথমবারের মত ভোট দিচ্ছেন। এর মধ্যে দাশিয়ারছড়ার দুই হাজার ৯১৫ এবং ভূরুঙ্গামারী উপজেলাধীন ১০টি বিলুপ্ত ছিটের ৫৩৬ জন ভোটার ভোট দিচ্ছেন। সোমবার বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।
ভুরুঙ্গামারী উপজেলার বিলুপ্ত ছিটমহল সংশ্লিষ্ট তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫, সংরক্ষিত সদস্য পদে ৩৩ এবং সাধারণ সদস্য পদে ৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই তিন ইউনিয়নে মোট ভোটার ৬৩ হাজার ৪২৩ জন।
ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়া সংশ্লিষ্ট তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬, সংরক্ষিত সদস্য পদে ৫১ এবং সাধারণ সদস্য পদে ১০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ তিন ইউনিয়নে মোট ভোটার ৭১ হাজার ৪২৬ জন।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার তিন ইউনিয়নে মোট ৪৬টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোট কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পর্যাপ্ত পরিমাণ পুলিশসহ তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, ভূরুঙ্গামারী উপজেলার তিন ইউনিয়নে ৩৮টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এ সব কেন্দ্রে নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি দেড় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত ফোর্স হিসেবে র্যাব সদস্যরা কেন্দ্রগুলোর আশপাশে টহল দিচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
Comments
comments