স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের অপ্রতিরোধ্য রূপ ধরে রাখলো ইংল্যান্ড। এবার তারা স্কটল্যান্ডকে উড়িয়ে দিলো ৩-০ গোলে। এই দলটির বিপক্ষে ১৯৭৫ সালের পর ইংল্যান্ডের সবচেয়ে বড় জয় এটি। এই নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টানা ৩৩ ম্যাচ অপরাজিত তারা। এরমধ্যে ২৫ জয় ও ৮ ড্র দেখেছে তারা।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথমে এলোমেলো ফুটবল খেললেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে থাকে স্বাগতিকরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ২৪ মিনিটে স্টারিজের গোলে ঠিকই এগিয়ে যায় ইংল্যান্ড। ডান দিক থেকে মিডফিল্ডার কাইল ওয়াকারের ক্রসে নীচু হয়ে হেডে বল জালে জড়ান লিভারপুলের এই ফরোয়ার্ড। আর ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রুনি-লালানারা।
বিরতিতে থেকে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে ইংলিশরা। ম্যাচের ৫০ মিনিটে লিভারপুলের আরেক তারকা লালানা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। আর ম্যাচের ৬১ মিনিটে চেলসি ডিফেন্ডার ক্যাহিল গোল করলে বড় জয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। এদিকে গ্রুপের অন্য দুই ম্যাচে মাল্টাকে ১-০ গোলে স্লোভেনিয়া আর লিথুয়ানিয়াকে ৪-০ গোলে হারিয়েছে হারানো স্লোভাকিয়া।
Comments
comments