অনলাইন ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রীর টার্গেট বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার। তাই মূল নকশা বাস্তবায়নের নামে মাজার সরানো নীল নকশা করছেন।
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কর্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার হিংসাত্মক মনোভাব নিয়ে জিয়ার মাজারকে কেন্দ্র করে ষড়যন্ত্র শুরু করেছে এবং তা বাস্তবায়নের চক্রান্ত করছে। মূল নকশা স্থাপনের নামে সরকার জিয়ার মাজারকেই সরাতে চায়।
এতে করে সরকার মেরুকরণের রাজনীতিতে লিপ্ত হচ্ছে। দেশকে বিভাজন করে মানুষের মধ্যে বিভেদ আনতে চায় এ সরকার। তবে দেশের জনগণ এ ষড়যন্ত্র মেনে নেবে না, যে কোনো মূল্যে রুখে দেয়া হবে।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী দেশকে এক অশুভ পরিণতির দিকে ঠেলে দিতে চান। তিনি রক্তপাত ছাড়া সুস্থির থাকতে পারেন না। দেশের অভ্যন্তরে বিভেদ বিভাজনেই যেন তার রাজনৈতিক কর্মসূচি। মেরুকরণের বিপদজ্জনক খেলায় গোটা জাতিকে তিনি ধ্বংসের কিনারায় পৌঁছে দিয়েছেন।
তিনি বলেন, বিশেষজ্ঞরা বলছেন-লুই আই কানের মূল নকশা বাস্তবায়ন কখনও সম্ভব নয়। বিএনপি মনে করে ভোটারবিহীন সরকার যে নকশা আনার চেষ্টা করছে সেটা আসল কি না-সে ব্যপারে জনমনে যথেষ্ট সন্দেহ রয়েছে।
তাই শহীদ জিয়াউর রহমানের মাজার সরানোর সকল ষড়যন্ত্র সকল শক্তি দিয়ে রুখে দেবে জনগণ। এমনকি মাজার নিয়ে ষড়যন্ত্রে সরকার নিজেদের পতনে স্বেচ্ছায় স্বাক্ষর করবে।
Comments
comments