অনলাইন ডেস্কঃ সম্প্রতি যারা নিখোঁজ হয়েছেন বা হচ্ছেন তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় আবার ফিরে আসছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রবিবার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সম্প্রতি কয়েক তরুণের নিখোঁজ হওয়ার খবর আসে গণমাধ্যমে। এরা জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িয়ে থাকতে পারেন বলে সন্দেহ রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতার গুলিবিদ্ধ হওয়ার প্রসঙ্গে মন্ত্রীর সামনে সাংবাদিকরা প্রশ্ন রাখেন সম্প্রতি অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়ছে কি না? মন্ত্রী জবাবে বলেন, অস্ত্র বৈধ না অবৈধ, কেন গুলি করা হয়েছে, কে গুলি করেছে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রীকে অভিযোগ করা হয়, বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের পর যে তদন্ত কমিটি গঠন করা হয় সেই কমিটির তদন্ত প্রতিবেদন কখনো আলোর মুখ দেখে না। এর জবাবে মন্ত্রী বলেন, আলোর মুখ অবশ্যই দেখে, তবে সেগুলো মিডিয়াতে কম আসে।
Comments
comments