অনলাইন ডেস্ক: গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সৃষ্ট সংকট সমাধানে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের নেয়া উদ্যোগে আশাবাদী বিএনপি। বঙ্গবভনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে রোববার বিকাল ৪টা ২৭ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বঙ্গভবনে পৌঁছায় বিএনপির প্রতিনিধি দল। এক ঘণ্টার বেশি বৈঠক শেষে ৫টা ৪০ মিনিটের দিকে তারা বঙ্গভবন ত্যাগ করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন নির্বাচন কমিশন গঠনে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেছেন। রাষ্ট্রপতি সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে তাদের আশ্বস্ত করেছেন।
তিনি বলেন, সব দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি আগামী এক মাসের মধ্যে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত প্রক্রিয়া শেষ করার কথা জানিয়েছেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সৃষ্ট সংকট সমাধানে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির নেয়া উদ্যোগে আমরা আশাবাদী।’
Comments
comments