Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / লিবিয়ায় সংকট সমাধানে জাতিসংঘ প্রধানের আহবান

লিবিয়ায় সংকট সমাধানে জাতিসংঘ প্রধানের আহবান

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিব বান কি-মুন লিবিয়ায় চলমান সংকট সমাধানের উপায় খুঁজতে দেশটির বিভিন্ন পক্ষের প্রতি আহবান জানিয়েছেন।

২০১৫ সালের ১৭ ডিসেম্বর মরোক্কোর খিরাতে লিবীয় রাজনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়। জাতিসংঘের মধ্যস্থতায় এ চুক্তি স্বাক্ষরের এক বছর পূর্তি হয়েছে শনিবার।

বান বলেন, চুক্তির শর্তগুলোর ধীর বাস্তবায়নের কারণে দেশে এখনও স্থিতিশীলতা আসেনি। এ কারণে এখনও যারা এ প্রক্রিয়ায় অংশ নেয়নি তাদেরকে তিনি এক কাতারে দাঁড়ানোর আহবান জানান। বানের মুখপাত্রের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মহাসচিব পুনর্ব্যক্ত করেছেন, জাতিসংঘ লিবিয়ায় স্থিতিশীলতা আনার প্রক্রিয়া ও দেশটির জনগণকে সহায়তা অব্যাহত রাখবে।

চুক্তির আওতায় গত বছর প্রেসিডেন্ট পরিষদ গঠিত হয় এবং ত্রিপোলি থেকে তা পরিচালিত হচ্ছে। তবে লিবিয়া এখনও রাজনৈতিকভাবে বিভক্ত এবং সন্ত্রাসবাদ এখনও দেশটির জন্য বড় হুমকি।

Comments

comments