অনলাইন ডেস্ক: পৃথক দুই মামলায় সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউসকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার কোর্ট।
রাষ্ট্রপক্ষে আনা আবেদনের শুনানি শেষে চেম্বার কোর্ট বিচারপতি মো. নিজামুল হক আজ এ স্থগিতাদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত এটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। অপরদিকে আসামিপক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা।
এডভোকেট মাসুদ রানা সাংবাদিকদের জানান, রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর আগামী ২ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। আর সে পর্যন্ত এ জামিন স্থগিত থাকছে।
সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সমাবেশে বোমা হামলা মামলায় মেয়র আরিফুল হককে ছয় মাসের জামিন দেয় হাইকোর্ট। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউসকে হাইকোর্ট জামিন দেয়। তাদের করা পৃথক আবেদনের শুনানি শেষে ১১ ডিসেম্বর একটি হাইকোর্ট বেঞ্চ তাদের ছয় মাস করে জামিন দেয়। জামিন আদেশ স্থগিতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
Comments
comments