Download Free BIGtheme.net
Home / জাতীয় / জঙ্গি আস্তানায় অভিযান শেষ, ২ জন নিহত

জঙ্গি আস্তানায় অভিযান শেষ, ২ জন নিহত

অনলাইন ডেস্ক: রাজধানীর দক্ষিণখান এলাকার আশকোনায় জঙ্গি আস্তানার অভিযান শেষ হয়েছে। এ অভিযানে এক নারীসহ দুই জঙ্গি নিহত হয়েছে। শনিবার দুপুর ২টায় ঘটনাস্থল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আত্মঘাতী গ্রেনেড হামলায় দুইজন নিহত ও চারজন আত্মসমর্পণ করেছে। এছাড়া গ্রেনেড বিস্ফারণ এক পুলিশ আহত হয়েছে।

তিনি বলেন, অভিযান শেষ হলেও বাড়িটিতে প্রচুর পরিমাণে গ্রেনেড ও বোমা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন বিভিন্ন বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল সেখানে কাজ করছে।

শনিবার ভোররাত থেকে সূর্যভিলা নামে বাড়িটি ঘিরে অভিযান চালায় পুলিশ। এরপর সেখান থেকে নব্য জেএমবির নেতা জাহিদের স্ত্রী জেবুন্নাহার ওরফে শিলা ও তার মেয়ে আত্মসমর্পণ করেন। এছাড়া তাদের সঙ্গে আত্মসমর্পণ করেন নব্য জেএমবির অন্যতম নেতা পলাতক মুসার স্ত্রী তৃষ্ণা ও তার মেয়েও।

বাড়িটির ভেতরে অবস্থিত জঙ্গি সুমনের স্ত্রী ও জঙ্গি তানভীর কাদেরের ছেলেকে বারবার আত্মসমর্পণের কথা বলা হয়েছিল। কিন্তু তারা রাজি হননি। পরে পুলিশ ওই ফ্ল্যাটে কাঁদানে গ্যাস ছুড়ে। এ সময় ওই দুজন গ্রেনেড দিয়ে আত্মঘাতী হামলা চালায়।

Comments

comments