জেলা প্রতিনিধি : ঘন কুয়াশায় পথ দেখা না যাওয়ায় পদ্মা নদীর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক শফিকুল রহমান জানান, নদীর পথনির্দেশক বিকন দেখতে সমস্যা হওয়ায় সোমবার ভোর ৬টার দিকে দৌলতদিয়া ঘাট দিয়ে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়।
ফলে সাতটি ফেরি যানবাহন নিয়ে মাঝপদ্মায় আটকা পড়ে। দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে আরও চারটি ফেরি। পারাপার বন্ধ থাকায় দুই তীরে কয়েকশ যানবাহন আটকা পড়েছে বলে জানান শফিকুল।
তিনি বলেন, কুয়াশা কেটে গেলেই আবার ফেরি চলাচল শুরু করা হবে। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের ক্ষেত্রে পদ্মা পারাপারের দুই গুরুত্বপূর্ণ পথ দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি। শীত মওসুমে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ এ দুই নৌপথে কুয়াশার কারণে পারাপার বিঘ্নিত হয়।
এতে একদিকে ঠাণ্ডায় নদীতে আটকে থেকে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়, অন্যদিকে ঘাটে জট সৃষ্টি হয় বলে বিলম্বিত হয় পণ্য পরিবহন।
Comments
comments