Download Free BIGtheme.net
Home / দুর্ঘটনা / আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৩ শ্রমিকের মৃত্যু

আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৩ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক: ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় একটি কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। এরা সবাই নির্মাণশ্রমিক। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় প্রাইমাল ফুড অ্যান্ড ড্রিঙ্কস লিমিটেড কারখানায় এ হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে নির্মাণাধীন ওই কারখানায় একতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ঢালাইয়ের নিচে দুর্বল কাঠামো সশব্দে ধসে পড়লে ইটবালু, সিমেন্ট আর রডের কংক্রিটের নিচে চাপা পড়ে আহত হয় শ্রমিকরা।

এদের মধ্যে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জালাল (৫০) ও শহিদুল (৫৫) মারা যান। আর উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাহাঙ্গীর (৩৫) নামের আরেক শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার ব্রিগেড ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Comments

comments