আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পুনের একটি বেকারিতে আগুন লাগার ঘটনায় ছয়জন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় তালাবদ্ধ বেকারিতে ঘুমন্ত অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা যান বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ভোর প্রায় ৫টা ৪৫ মিনিটে পুনের শহরতলী কন্দার ওই বেকারিতে আগুন লাগে বলে পুলিশ জানিয়েছে। উত্তর ভারত থেকে আসা এই ছয় শ্রমিক বেকারির ভেতরে আগুন লেগে গেলে বাইরে বের হতে না পেরে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।
উদ্ধারকর্মীরা বলছেন, বেকারির মালিক বাইরে থেকে শাটারে তালা দিয়ে গিয়েছিলেন। ফলে শ্রমিকরা ভেতরে আটকা পড়েন। উদ্ধার অভিযানও এতে মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।
Comments
comments