Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / রোহিঙ্গা ইস্যুতে বিশেষ দূত পাঠাচ্ছেন সু চি

রোহিঙ্গা ইস্যুতে বিশেষ দূত পাঠাচ্ছেন সু চি

আন্তর্জাতিক ডেস্ক: পররাষ্ট্র সচিব শহীদুল হক জানিয়েছেন, রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা হাজার-হাজার রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা মূল্যায়নের জন্য মায়ানমারের নেত্রী অং সান সূ চির বিশেষ দূত শীঘ্রই বাংলাদেশ সফর করবেন।

বৃহস্পতিবার ঢাকায় মায়ানমারের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। সেসময় মায়ানমারের রাষ্ট্রদূত এই বিশেষ দূত পাঠানোর কথাটি বাংলাদেশকে জানান।

এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, উনি আমাদের বলেছেন ওনাদের একজন স্পেশাল এনভয় আসবেন। ওনারা শীঘ্রই আমাদের জানাবেন কবে আসবেন।

মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের হত্যা-ধর্ষণ-নির্যাতন বন্ধে কোনো ভূমিকা না রাখায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অং সান সু চির কড়া সমালোচনা করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে মায়ানমারের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে যে, রাখাইন রাজ্যে গত কয়েক মাসে রোহিঙ্গাদের উপর দমন-নিপীড়নের ঘটনায় প্রায় ৫০ হাজার মায়ানমারের নাগরিক বাংলাদেশে পালিয়ে এসেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় মায়ানমারের রাষ্ট্রদূতকে জানিয়েছে, সেদেশ থেকে পালিয়ে আসা নাগরিকদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে।

পররাষ্ট্র সচিব জানিয়েছেন, গত মঙ্গলবার বাংলাদেশি জেলেদের একটি নৌকায় মায়ানমারের বাহিনীর গুলি করার ঘটনায় একটি প্রতিবাদ পত্র হস্তান্তর করা হয়েছে। জেলেরা বাংলাদেশর জলসীমায় থাকার পরেও মায়ানমারের বাহিনী তাদের উপর গুলি চালিয়েছে বলে জানানো হয়েছে। -বিবিসি

Comments

comments