অনলাইন ডেস্ক: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া জঙ্গীদের সাথে সম্পর্ক ত্যাগ করলে আমরা জঙ্গী দমনে এগিয়ে যেতে পারতাম। তিনি বলেন, ‘জঙ্গী দমনের যুদ্ধে ইউরোপ-আমেরিকা থেকেও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এগিয়ে রয়েছে। দেশে শান্তি প্রতিষ্ঠা হলেও আমরা কখনো স্বীকার করিনি জঙ্গী দমনের যুদ্ধ শেষ হয়েছে। প্রকাশ্যে যারা অস্ত্র নিয়ে জঙ্গি উৎপাত করছে বা আক্রমণ করছে তার পেছনে যারা রয়েছে তাদেরকে বিচারের সন্মুখীন করা হবে।’
মন্ত্রী আজ কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে জাসদ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সর্ম্পকে মন্ত্রী বলেন, বিএনপির নেতৃবৃন্দকে স্বীকার করে নেয়া উচিত যে তারা নির্বাচনে পরাজিত হয়েছেন। তারা জঙ্গী দমনের যুদ্ধে এখনো জঙ্গীর পক্ষেই আছেন।
তিনি বলেন, বিএনপি নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করলেও তারা জঙ্গীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করেননি। এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ভেড়ামারা ডায়াবেটিক সমিতির ৯ম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
Comments
comments