Download Free BIGtheme.net
Home / শিল্প-সাহিত্য / সৈয়দ শামসুল হকের ৮১তম জন্মবার্ষিকী আজ

সৈয়দ শামসুল হকের ৮১তম জন্মবার্ষিকী আজ

অনলাইন ডেস্কঃ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮১তম জন্মবার্ষিকী আজ ২৭ ডিসেম্বর। ১৯৩৫ সালের এই দিনে তিনি কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন।

বাষট্টি বছরের লেখালেখির জীবনে সৈয়দ শামুসল হক কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, চলচ্চিত্র, অনুবাদ, কাব্যনাট্য, গান রচনাসহ সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে সব্যসাচী লেখকের পুরোধা ব্যক্তিত্ব লাভ করেন।

লেখালেখির জন্য তিনি স্বাধীনতা পদক, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। সাহিত্যচর্চায় প্রতিটি ক্ষেত্রেই তিনি সৃষ্টিশীলতার স্বাক্ষর রাখেন।

দিবসটি উপলক্ষে জাতীয় কবিতা পরিষদ আজ সকাল ১১ টায় বাংলা একাডেমিতে কবি শামসুর রাহমান মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে দেশের বরেণ্য ব্যক্তিরা আলোচনা, স্মৃতিচারণ, নিবেদিত কবিতাপাঠ ও কবির লেখা কবিতা আবৃত্তির মধ্যদিয়ে সৈয়দ শামসুল হককে স্মরণ করবেন।

Comments

comments