Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / সিরিয়ায় জঙ্গিদের ব্যবহৃত ভবনে বিমান হামলায় নিহত ২৫

সিরিয়ায় জঙ্গিদের ব্যবহৃত ভবনে বিমান হামলায় নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার উত্তরাঞ্চলে জঙ্গিদের ব্যবহৃত একটি ভবনে বিমান হামলায় একটি জিহাদি গ্রুপের অন্ততপক্ষে ২৫ সদস্য নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ডজনেরও বেশি মানুষ। এর মধ্যে ঊর্ধ্বতন নেতাও রয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা।

সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা যুক্তরাজ্য-ভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মঙ্গলবার (০৩ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ার ওবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, জাবাদ ফাতেহ আল-শাম গ্রুপের (পূর্বের নুসরা ফ্রন্ট) ওপর কারা বিমান হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়।

রুশ-তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রবিরতি সমঝোতায় ইসলামিক স্টেট (আইএস) এবং বর্তমানে জাবহাত ফতেহ আল-শাম নামে পরিচিতি সাবেক নুসরা ফ্রন্ট অন্তর্ভুক্ত নয়।

জাবহাত ফতেহ আল-শামের মুখপাত্র আবু আনাস আল-শামি বলেন, আন্তর্জাতিক জোট এই হামলা চালিয়েছে। ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

কয়েকটি গ্রুপের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ান সরকার ও এর জোট বড় আকারে যুুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

সিরিয়ান অবজারভেটরি বলছে, ভবনটিতে থাকা বেশ কয়েকজন বন্দিও এই হামলায় হতাহত হয়েছেন।

তবে জাবহাত ফতেহ আল-শামের মুখপাত্র ভবনটিকে কারাগার হিসেবে ব্যবহারের এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

Comments

comments