Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / ৫ জানুয়ারি গণতন্ত্র বিজয় দিবস হাস্যকর : মওদুদ আহমেদ

৫ জানুয়ারি গণতন্ত্র বিজয় দিবস হাস্যকর : মওদুদ আহমেদ

অনলাইন ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ৫ জানুয়ারি গণতন্ত্র বিজয় দিবস হাস্যকর এবং জাতির সঙ্গে প্রতারণা।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবেআয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘৫জানুয়ারি নির্বাচন: ইতিহাসের কলঙ্ক’ শীর্ষক আলোচনা সভাটি আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক মঞ্চ।

মওদুদ আহমদ বলেন, ‘গণতন্ত্রের সব স্তম্ভকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে দেশের অর্ধেক ভোটার ভোট দিতে পারেননি। আর সেই নির্বাচনের দিনটিকেই আওয়ামী লীগ বলছে গণতন্ত্রের বিজয় দিবস।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কাছে গণতন্ত্রের সংজ্ঞা এক, আর অন্যদের কাছে আরেক। আওয়ামী লীগ যে গণতন্ত্রের কথা বলে, তা হাস্যকর, তা জাতির কাছে প্রতারণা, প্রহসন, জনগণকে হেয় করা, জনগণের অধিকারকে লঙ্ঘন করা বোঝায়।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যে গণতন্ত্রের কথা বলছেন, যেদিন ক্ষমতা ছেড়ে যাবেন, সেদিন মূল্যায়ন করবে জনগণ। সেদিন জনগণ ৫ জানুয়ারিকে গণতন্ত্রের হত্যা দিবস হিসেবেই পালন করবে।’

তিনি আরো বলেন, সরকার অনেক উন্নয়নের কথা বলে। কিন্তু তারা নতুন প্রজন্মের কাছে কোনো মূল্যবোধ দিতে পারেনি। কোনো ভবিষ্যৎ রেখে যায়নি। তারা পুলিশ প্রশাসন, বিচার বিভাগ ধ্বংস করেছে। জনগণের কাছে সরকারের প্রশাসনের কোনো জবাবদিহিতা নেই।

আয়োজক সংগঠনের সভাপতি ইসমাইল তালুকদার খোকনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমিন প্রমুখ।

Comments

comments