Download Free BIGtheme.net
Home / জেলার খবর / সিরাজগঞ্জে ৭ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

সিরাজগঞ্জে ৭ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

জেলা প্রতিনিধি : প্রায় সাত ঘণ্টা পর সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের কাছে মালবাহী ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করা হয়েছে। ফলে ঢাকার সাথে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ফের স্বাভাবিক হয়েছে। আজ সকাল ৯টা ৫০ মিনিটে ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার রাত ৩টার দিকে রেলস্টেশনের কাছে মালবাহী ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।

উল্লাপাড়া রেলস্টেশন মাস্টার সামসুল আলম জানান, চুয়াডাঙ্গার দর্শনা থেকে ওই মালবাহী ট্রেনটি আসে। রাত সাড়ে ৩টার দিকে লাইন পরিবর্তনের সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারের কাজ করলে সকাল ৯টা ৫০ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান ওই স্টেশন মাস্টার।

Comments

comments