অনলাইন ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দশম সংসদ নির্বাচনের ৩ বছর পূর্তি উপলক্ষে বিএনপির সমাবেশের অনুমতি না দেওয়ার পর শনিবার সকাল থেকে নয়াপল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সেই সঙ্গে রয়েছে জলকামান, আর্মার্ড কার, প্রিজন ভ্যানসহ পুলিশের গাড়ি।
তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করছে দলটি।
‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন উপলক্ষে ৭ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ কর্মসূচিকে সামনে রেখে পুলিশ কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, সারাদেশে প্রতিটি রাজনৈতিক কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান থাকে। তবে আজ বিএনপির একটি কর্মসূচির ফলে সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
Comments
comments