অনলাইন ডেস্কঃ নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনে বঙ্গভবন ব্যর্থ হলে বিএনপি আবার রাজপথে নামবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনটির আয়োজন করে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামের একটি সংগঠন। জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে মানববন্ধনটির আয়োজন করে।
শামসুজ্জামান দুদু বলেন, আমরা রাজপথের মানুষ, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়েছে। নিরপেক্ষ সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠন নিয়ে আমরা রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় আছি। কিন্তু বঙ্গভবন যদি জনগনের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, যদি রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিতে ব্যর্থ হন তাহলে বিএনপি আবার রাজপথে আন্দোলনে নামবে।
Comments
comments