আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ২০ জানুয়ারি তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রেসিডেন্ট হিসাবে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। ইতোমধ্যে ওবামা তার দুই মেয়াদের রাষ্ট্রপতির মেয়াদ শেষ করেছেন। শুক্রবার তিনি ট্রাম্পকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিদায় নেবেন।
২০ জানুয়ারি বিকেল পাঁচটায় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিবেন। সেখানেকার সুপ্রিম কোর্টের বিচারপতি জন রবার্টস ওই অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন।
শপথ গ্রহণ করার পর ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার পরিবারের সদস্যরা ছাড়াও বেশ কয়েকজন সাবেক প্রেসিডেন্টের অংশ নেয়ার কথা রয়েছে।
শপথগ্রহণের মিসৌরি বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত চলবে। এরপর আরেকটি ভাষণ হবে। বিকাল সাড়ে চারটার দিকে শপথ নিবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
Comments
comments