লাইফস্টাইল ডেস্ক: শীত শুধু ত্বককেই শুষ্ক করে না, এ সময় চুলেরও বেশ ক্ষতি হয়। খুশকি, চুল পড়া, শুষ্কতা— এ ঋতুতে প্রকটভাবে লক্ষ্য করা যায়।
আসুন জেনে নেই কীভাবে এই সমস্যা থেকে মুক্তি লাভ করা যায়—
খুশকি
শীতে খুশকি একটি বড় সমস্যা। শীত আসলে খুশকি বেড়ে যায়। এ থেকে মুক্তি পেতে তেল গরম করে ম্যাসেজ করতে পারেন। অবশ্যই এজন্য নারিকেল তেল ব্যবহার করবেন। একটি পাত্রে কিছু নারিকেল তেল নিয়ে তা হালকা গরম করে নিন। এবার পুরো মাথায় লাগান। খেয়াল রাখবেন মাথার তালুতে যেন ভালোভাবে লাগে। তোয়ালে গরম পানিতে ভিজিয়ে মাথায় পাগরীর মতো পেঁচিয়ে পাঁচ মিনিট রাখুন। পরে তোয়ালে খুলে ফেলুন। তবে তেল সারা রাত রেখে পরদিন ধুয়ে ফেলুন।
শুষ্ক চুল
এক কাপ দুধের মধ্যে একটি ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এটি পুরো মাথায় লাগিয়ে পাঁচ মিনিট পর ভালোভাবো ধুয়ে ফেলুন। নরম ও সুস্থ চুল পেতে এটি সপ্তাহে অত্যন্ত দু’বার লাগান।
কোঁকড়া চুল
চুলের কিছু কন্ডিশনার ক্রিম পানির সঙ্গে মিশিয়ে একটি স্প্রে বোতলের ভেতরে ঢুকান। এবার সেটি স্প্রে করে চিরুনির সাহায্যে চুলে ভালোভাবে লাগিয়ে নিন।
রঙ করা চুল
এক চা-চামচ ক্যাস্টর ওয়েল ও এক চা-চামচ নারিকেল তেল মিশিয়ে কুসুম গরম করে নিন। এটি পুরো মাথায় লাগিয়ে সারারাত রাখুন। পরের দিন চুল ধুয়ে ফেলুন।
আগা ফাটা চুলে
অ্যামন্ড তেল এবং এক চা-চামচ গ্লিসারিন ভালোভাবে মিশিয়ে চুলে লাগান। বিশেষ করে আগা ফাটা চুলে। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
Comments
comments