আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যে চারটি পা এবং দুটি পুরুষাঙ্গ নিয়ে একটি শিশুর জন্ম হয়েছে।
শনিবার সকালে কর্ণাটকের রাইচুর জেলার ধাদেসুগুর প্রাইমারি হেলথ সেন্টারে (পিএইচসি) শিশুটির জন্ম হয় ।
শিশুটির বাবা-মা লালিটাম্মা (২৩) এবং চেন্নাবাসাভা (২৬) রাইচুরের সিন্ধানুর তালুকের ধাদেসুগুর হোবালির পুলাদিন্নি গ্রামের বাসিন্দা। শনিবার সন্ধ্যায় শিশুটিকে বিজয়নগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (ভিআইএমএস) নিয়ে যাওয়া হয়। নবজাতক পরিচর্যা কেন্দ্রে শিশুটিকে রাখা হয়েছে।
ড. ভিরুপক্ষ টি বলেন, শিশুটি শনিবার সকাল ৪.২৩ মিনিটে জন্ম গ্রহণ করে। তিনি জানান, স্বাভাবিকভাবেই শিশুটিকে প্রসব করেন তার মা।
প্রাথমিকভাবে, শিশুটির মা লালিটাম্মা তার সন্তানকে উচ্চতর চিকিৎসার জন্য ভিআইএমএস-এ নিতে অস্বীকৃতি জানান। তিনি ডাক্তারদেরকে বলেন, ঈশ্বরই আমাদেরকে এই উপহার দিয়েছেন।তবে তার পরিবারের সদস্যগণ এবং ডাক্তাররা তাকে পরামর্শ দেওয়ার পর তিনি শিশুটিকে ওই হাসপাতালে নিয়ে যেতে রাজি হন।
হাসপাতালে নেওয়ার পর ডাক্তারার শিশুটিকে অপারেশন করে স্বাভাবিক অবস্থায় আনার চেষ্টা শুরু করেছেন। ডাক্তাররা বলেছেন, কাজটি তাদের জন্য খুবই কঠিন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
শিশুটির মা লালিটাম্মা জানান, তিন বছর আগেও তিনি আরেকটি সন্তানের জন্ম দিয়েছেন, যে ছিল সুস্থ স্বাভাবিক। তিনি বলেন, আমরা গরীব এবং এই চিকিৎসার ব্যয় বহন করতে পারব না।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
Comments
comments