Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত লিংকন মেমোরিয়ালে এক কনসার্টে এ কথা বলেন ট্রাম্প।

সে সময় ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্পসহ পরিবারের অন্যান্য সদস্য, অভিনেতা জন ভয়েট, সউল ম্যান ও গায়ক স্যাম মুর।

অভিষেক অনুষ্ঠানের একদিন আগে দেওয়া ওই বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘আমরা দেশকে ঐক্যবদ্ধ করব। আমরা এমন কিছু করব, যা আমাদের দেশে অনেক যুগ ধরে করা হয়নি।’ ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এটা পরিবর্তন আনবে। পরিবর্তন আসতে যাচ্ছে।’

অনুষ্ঠানে ট্রাম্প আরো বলেন, ‘আমাদের সঙ্গে অনেক দক্ষ লোকজন রয়েছেন। আগের যেকোনো মন্ত্রিসভার চেয়ে আমাদের বেশি বুদ্ধিমত্তাসম্পন্ন জনবল রয়েছে বলে আমি মনে করি।’

ট্রাম্পের স্ত্রী মেলানিয়া এক বক্তৃতায় বলেন, ‘কাল থেকে আমরা কাজ শুরু করব।’ ‘আমরা সব নাগরিকের কাছে যুক্তরাষ্ট্রকে মহান করে তুলব; আমাদের দেশের সব মানুষের কাছে।’

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সময় হিসেবে শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা।

Comments

comments