Download Free BIGtheme.net
Home / খেলা / লজ্জা রক্ষার শেষ চেষ্টা আজ

লজ্জা রক্ষার শেষ চেষ্টা আজ

স্পোর্টস ডেস্ক: প্রথমটা খারাপ দিয়ে শুরু হলেও শেষটা ভালো হতেই পারে এ আশার আলো বুকে নিয়ে  ক্রাইস্টচার্চ টেস্টটি সফরের শেষ ম্যাচ।

তামিম ইকবালের নেতৃতে সিরিজের শেষ টেস্টে শুক্রবার (২০ জানুয়ারী) ভোর ৪টায় ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। শেষ ভালো যার সব ভালো তার। চলতি নিউজিল্যান্ড সফরকে বাংলাদেশের জন্য অপয়াই বলা উচিত! খারাপ পারফরম্যান্স বা ভাগ্যের কারণেই হোক একের পর এক ম্যাচ হার। সেইসঙ্গে যোগ হয়েছে ইনজুরির মিছিল।

টাইগারদের একাদশ সাজাতেই হিমশিম খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্ট আর কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। মোটামুটি জোড়াতালি দিয়েই একাদশ দাঁড় করানো হয়েছে, বলতে গেলে যেখানে অভিজ্ঞতার ঝুলি খালি। তারপরও শেষ চেষ্টা বাংলাদেশ টিমের। বাংলাদেশের আগের ৯৬ টেস্টের ইতিহাসে এমন কঠিন অবস্থায় কখনও পড়তে হয়নি। নিউজিল্যান্ড নয়, বাংলাদেশ দলের সবচেয়ে বড় প্রতিপক্ষ এখন খেলোয়াড়দের চোট। তাতে ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ঠিক আগের দিন টাইগাররা বেদনাহত এক দল।

চোটে জর্জর। যথাক্রমে ম্যাচ থেকে ছিটকে পড়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম, পরীক্ষিত ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েস ও লিটল ডায়নামো মুমিনুল হক। তামিম ইকবাল নেতৃত্বে। মুশফিকের শূন্যতা ভরতে অভিষেক হতে যাচ্ছে উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসানের। ইমরুলের জায়গায় ওপেন করবেন সৌম্য সরকার। আর ডেভেলপমেন্টের অংশ হিসেবে দলে থাকলেও মুমিনুলের জায়গায় আন্তর্জাতিক অভিষেক হচ্ছে তরুণ নাজমুল হোসেন শান্তর। তাতে দলটা ভাঙাচোরা। অনভিজ্ঞ। একি অবস্থা টাইগারদের? এক ধাক্কায় কি হলো একবার ভাবুন। ৫১ টেস্ট খেলার অভিজ্ঞতা মুশফিকের।

২০০৭ সাল থেকে টানা ৪৯ ম্যাচ খেলার রেকর্ড তার। মুশফিককে ছাড়া বাংলাদেশ দলের কথা ভাবাও যায় না। শেষ ম্যাচে খেলেছেন ১৫৯ রানের ইনিংস। সাকিব আল হাসানের সাথে রেকর্ড ৩৫৯ রানের জুটি গড়েছেন। ক্যারিয়ারে ২৯২২ রান মুশফিকের। ২৯ বছরের ইমরুল ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে প্রথম পছন্দ। ২৭ টেস্টে ১৪৩২ রান তার। আর মুমিনুল তো গড় দিয়ে বাংলাদেশের ‘ব্র্যাডম্যান’ হয়ে উঠেছিলেন। ২০ টেস্টে ১৬৩৭ রান তার।

বাংলাদেশের মিডল অর্ডারে সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছিলেন ২৫ বছরের বাঁহাতি ব্যাটসম্যান। তাহলে যোগ ফল কি হলো? ৫১+২৭+২০=৯৮। এক ধাক্কায় ৯৮ টেস্টেও অভিজ্ঞতা হারাল টাইগাররা। সেইসাথে (২৯২২+১৪৩২+১৬৩৭=৫৯৯) রানের হিসেবে প্রায় ছয় হাজার রান দেওয়া ব্যাটসম্যান উধাও! সেখানে সৌম্যের অভিজ্ঞতা মাত্র ৩ টেস্টের।

একাদশে জায়গা পাচ্ছিলেন না। নুরুল, নাজমুল তো এখনও টেস্টে অনভিষিক্ত। এর সাথে যোগ করুন পেস আক্রমণের অভিজ্ঞতাকে। মাত্র আগের টেস্টেই সাদা পোশাকে খেলার প্রথম অভিজ্ঞতা হলো তাসকিন আহমেদ ও শুভাশীষ রায়ের। কামরুল ইসলাম রাব্বির অভিজ্ঞতা এখন ৩ টেস্টের। তাহলে এখন যোগফলটা কি হলো? হ্যাগলি ওভালে টাইগারদের সম্ভাব্য একাদশের ৬ খেলোয়াড়ের মোট টেস্টের অভিজ্ঞতা দাঁড়াল (৩+৩+১+১+০+০) মাত্র ৮ টেস্টের! সেই হিসেবে সিরিজ বাঁচানোর টেস্টে একেবারে নতুন অভিজ্ঞতার সামনে টাইগাররা। তামিম ইকবাল (৪৫), সাকিব আল হাসান (৪৫), মাহমুদুল্লাহ (৩০) সাব্বির রহমান (৩) ও মেহেদী হাসান মিরাজকে (৩) এবার যোগ করুন এর সাথে। সাব্বির ও মেহেদীর মাত্র ৩ ম্যাচ করে খেলার অভিজ্ঞতা। সুতরাং একাদশে অভিজ্ঞ বলতে থাকছে মাত্র ৩ জন! টেস্ট অভিষেকের পর একাদশ নিয়ে এমন চ্যালেঞ্জে কখনও পড়েনি বাংলাদেশ।

বাংলাদেশ টেস্ট একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক) সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

Comments

comments