অনলাইন ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শনিবার থেকে শুরু হচ্ছে ‘প্রাণির রোগ নিয়ন্ত্রনে প্রস্তুতি’ শীর্ষক দুই দিনব্যাপী ২৩তম বৈজ্ঞানিক সম্মেলন।
বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এন্ড রির্সাচের (বিএসভিআই) উদ্যোগে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করবেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভেটেরিনারি অনুষদীয় কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিএসভিইআরের ২৩তম সম্মেলন উদযাপন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. নাজিম আহমাদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন ড. নূরজাহান বেগম, ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ড. মো. সহিদুজ্জামান, ড. মো. সিদ্দিকুর রহমান, ড. মো. রফিকুল ইসলাম, ড. কাজি রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা ও অধ্যাপক ড. মো. মাহবুব আলম প্রমুখ।
সম্মেলনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানে কর্মরত চার শতাধিক ভেটেরিনারিয়ানদের অংশগ্রহণে পাঁচটি সাইন্টিফিক সেশনে মোট ১০৬টি গবেষণাপত্র মৌখিক ও পোস্টার আকারে উপস্থাপন করা হবে। এছাড়া সম্মেলনে প্রতিপাদ্য বিষয়ের উপর একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে।
Comments
comments