Download Free BIGtheme.net
Home / জাতীয় / ‘বাংলাদেশের আস্থা অর্জনে বিশ্বব্যাংককে ব্যবস্থা নিতে হবে’

‘বাংলাদেশের আস্থা অর্জনে বিশ্বব্যাংককে ব্যবস্থা নিতে হবে’

অনলাইন ডেস্কঃ বাংলাদেশের আস্থা অর্জনে বিশ্বব্যাংকে ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পদ্মা সেতু প্রকল্পে যেসব কর্মকর্তা কথিত দুর্নীতির তদন্ত করেছিল তাদের বিরুদ্ধে বিশ্বব্যাংককেই ব্যবস্থা নিতে হবে এ কথা উল্লেখ করে আনিসুল হক বলেন, বাংলাদেশ ও বিশ্ববাসীর আস্থা অর্জন ব্যাংকটিকেই নিতে হবে।

তিনি আরো বলেন, সরকারের পক্ষে বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ না থাকলেও এ ঘটনার কারণে যাদের মানহানি ঘটেছে তারা বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে।

আনিসুল হক বলেন, পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংক যে আচরণ করেছে এর প্রতিকার আমরা চাই। বিশ্বব্যাংকের এ আচরণের জন্য প্রধানমন্ত্রী শেখা হাসিনা ও এ মিথ্যা অভিযোগের কারণে যারা ভুক্তভোগী তাদের কাছে ক্ষমা চাইতে হবে।

Comments

comments