Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / কুনিও হত্যা মামলার রায় আজ

কুনিও হত্যা মামলার রায় আজ

অনলাইন ডেস্কঃ রংপুরে চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে।

গত ১৯ ফেব্রুয়ারি রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদলতে আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক জানান, এই হত্যা মামলায় একজন সাফাই সাক্ষীসহ ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। এরপর আসামি ও রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক শেষে বিচারক রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে এই হত্যাকাণ্ডের সঙ্গে আসামিরা সরাসরি জড়িত। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি আশা করছি।’

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আবুল হোসেন বলেন, ‘এই আসামিরাই যে কুনিও হোশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, রাষ্ট্রপক্ষ আদালতে তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। কাজেই আমরা আশা করছি সকলে খালাস পাবেন।’

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে (৬৬) গুলি করে হত্যা করা হয়।

Comments

comments