Download Free BIGtheme.net
Home / জাতীয় / ‘নারীরা দেশের উন্নয়নে সমান তালে এগিয়ে চলছে’

‘নারীরা দেশের উন্নয়নে সমান তালে এগিয়ে চলছে’

অনলাইন ডেস্ক: খাদ্যমস্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম বলেছেন, নারীরা আজ সমান তালে দেশের উন্নয়নে এগিয়ে চলছে। শিক্ষা, খেলাধুলা, তথ্যজ্ঞানসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রেখেছে নারী সমাজ। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলীয় নেত্রী, সংসদ স্পিকারসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান হচ্ছেন এদেশের নারীরা। আজ সকালে কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এম. এ. হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মোস্তফা মহসীন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান প্রমুখ। কামরুল ইসলাম আরো বলেন, দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ফল আজ বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু দীর্ঘদিন ধরে বাংলার মানুষের মুক্তির স্বপ্ন দেখেছিলেন। তারই ধারাবাহিকতায় ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছি। মন্ত্রী বলেন, আজ দেশের অনেক মানুষ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন।

Comments

comments