অনলাইন ডেস্ক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, জাতিসংঘ আগামী নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখতে চায়। বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট বি. ওয়াপকিনসের সঙ্গে বৈঠক শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বেশ কয়েকটি ইস্যুতে আলোচনা করেছেন। বিশেষ করে আগামী নির্বাচন বিষয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানিয়েছেন, ‘আগামী নির্বাচন হতে হবে স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ। আমরা চাই শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হোক। সব দলের অংশগ্রহণ আমরা দেখতে চাই।’
জবাবে আমি তাকে জানিয়েছি, ‘বিএনপি নির্বাচনে আসবে। আপনারা নিশ্চিত থাকেন সব দলের অংশগ্রহণে আগামীতে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। বর্তমান সরকারই আগামী সংসদ নির্বাচনে নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। তখন সরকার শুধু রুটিন কাজ করবে, আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।’
তোফায়েল আহমেদ বলেন, আলোচনার একপর্যায়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানিয়েছেন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিরোধী দল ও বিএনপির বিরোধীতা তেমন জোরাল ছিল না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কারখানাগুলোতে আইএলও’র নীতিমালা অনুযায়ী শ্রমিকদের শ্রম সুবিধার ব্যবস্থা করার কথা জানিয়েছে জাতিসংঘ। এছাড়া জঙ্গি ইস্যুতে বাংলাদেশ সরকারের তৎপরতার প্রশংসা করে রবার্ট বি. ওয়াপকিনস জানিয়েছেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকারের তৎপরতায় সন্তুষ্ট। কারণ জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার জনসচেতনতা সৃষ্টি করতে পেরেছে।’
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘আমি তাকে জানিয়েছি, এসডিজি বাস্তবায়নে সরকার সবকিছু করছে। ২০৩০ সালের মধ্যে দেশের হত দরিদ্রের সংখ্যা তিন শতাংশে নেমে আসবে। আমাদের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করা হলে এসডিজির ৮২ শতাংশ বাস্তবায়ন সম্ভব হবে।’
Comments
comments